আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন রায়ের বাজার কমিউনিটি সেন্টার ও মহাখালী আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কমপ্লেক্সের ভাড়া বাড়িয়ে নতুন মূল্য তালিকা নির্ধারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মাসুদ আলম ছিদ্দিক ইতোমধ্যে নতুন ভাড়ার অনুমোদন দিয়েছেন। এই দুই কমিউনিটি সেন্টারের মধ্যে রায়ের বাজার কমিউনিটি সেন্টারের সর্বনিম্ন ভাড়া ২৫ হাজার ২০০ এবং সর্বোচ্চ ভাড়া ২৬ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কমপ্লেক্সের সর্বনিম্ন ভাড়া ২৭ হাজার ৫০০ এবং সর্বোচ্চ ৩৯ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডিএনসিসি সচিব মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই দুই কমিউনিটি সেন্টারের নতুন ভাড়া নির্ধারণ করে অফিস আদেশ জারি করা হয়েছে। এ সংক্রান্ত আদেশের কপি ইতোমধ্যে অঞ্চল ৩ ও অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে, নতুন ভাড়ার তালিকা অনুযায়ী এটা ব্যবহার বিষয়ে পদক্ষেপ নিতে।

ভাড়া তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল কমপ্লেক্সে ২য় তলায় দিবা শাখার ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৫০০ টাকা, আর রাতের বেলায় ২য় তলার ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ৫০০ টাকা। অন্যদিকে ৩য় তলায় দিনে এটি ব্যবহারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৭ হাজার ৫০০ টাকা এবং রাতের অনুষ্ঠানের জন্য এটি ভাড়া ধরা হয়েছে ৩৯ হাজার ২৫০ টাকা।

একইভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচালনাধীন রায়ের বাজার কমিউনিটি সেন্টারে দিনের বেলায় অনুষ্ঠানের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার ৫০০ টাকা এবং রাতের বেলার অনুষ্ঠানের জন্য ২৬ হাজার ৭০০ টাকা নতুন ভাড়া নির্ধারণ করে দিয়েছে সংস্থাটি।

এএসএস/এসকেডি