মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ আলী (৩৮) নামে এক যুবক আহত হয়েছেন।
রোববার (২১ আগস্ট) বিকেল সাড়ে চারটায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। তাদের মধ্যে মিঠু (৩৪) নামে একজনকে ঢামেকে ও রাজ বাবুর্চি (২৭) নামের অপরজনকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মোহাম্মদ আলীকে উদ্ধার করে নিয়ে আসা রহমত ঢাকা পোস্টকে বলেন, মোহাম্মদ আলী জেনেভা ক্যাম্পের বোবা বিরিয়ানি গলিতে পাতিলে করে বিরিয়ানি বিক্রি করে। গতকাল মুর্শিদ নামে একজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। আজ বিকেল ৩টার দিকে মুর্শিদ, বাবু, নওশাদ ও মাহাতাবসহ অজ্ঞাতপরিচয় আরো কয়েকজন এসে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ছুরিকাঘাতে আহত হয়ে এক যুবক ঢাকা মেডিকেলে এসেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এসএএ/জেডএস