চট্টগ্রামের হাটহাজারী থানার ধলই ইউনিয়ন পরিষদ ভবন ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব । 

সোমবার (২২ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার তিনজন হলেন- ঘটনায় দায়ের করা মামলার মো. আজিজুল হক আজিজ, নাজিম উদ্দিন ফরিদ ও সালাউদ্দিন চৌধুরী মুন্না।।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। 

তিনি বলেন, গত ১৫ আগস্ট হাটহাজারীর ধলই এলাকায় কয়েকজন বখাটে যুবক এক ছাত্রীকে উত্যক্ত করে। পরে স্কুল ছাত্রীর বাবা ও ভাই বিষয়টি ধলই ইউনিয়নের চেয়ারম্যান আবুল মনসুরকে জানান। তিনি তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া পরামর্শ দেন। এতে বখাটে যুবকরা ক্ষিপ্ত হয়ে ওইদিনই ইউনিয়ন পরিষদের জানালা পাথর ছুড়ে ভাঙচুর ও চেয়ারম্যান আবুল মনসুরকে হত্যার চেষ্টা করে। এছাড়া অফিস কক্ষ ও গ্রাম আদালত কক্ষে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায়। 

এ ঘটনায় ধলই ইউনিয়নের চেয়াম্যান আবুল মনসুর বাদী হয়ে হাটহাজারী থানায় ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ৮০ থেকে ৯০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

তিনি বলেন, মামলা দায়েরের পর এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় সোমবার ফটিকছড়ি থানার শাহ-নগর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি আজিজুলের বিরুদ্ধে ১টি, নাজিম উদ্দিনের বিরুদ্ধে ২টি ও সালাউদ্দিনের বিরুদ্ধে ১টি মামলা পাওয়া গেছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

কেএম/জেডএস