তথ্য মন্ত্রণালয়ের নাম বদলে হচ্ছে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে ঢাকা পোস্টকে বলেন, তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ রাখার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী প্রস্তাবটির অনুমোদন দিলে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

তথ্য মন্ত্রণালয় দেশের তথ্যসম্পদের উন্নয়ন, তথ্য সংরক্ষণ, তথ্যের নিরাপদ সঞ্চালন, তথ্যের অধিকার সংরক্ষণ, অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করাসহ তথ্যসংশ্লিষ্ট বিবিধ আইন-বিধি-বিধান-প্রবিধান প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে।

বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন ডা. মো. মুরাদ হাসান এবং সচিবের দায়িত্ব পালন করছেন খাজা মিয়া।

এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন বলেন, ‘আমার জানা মতে এ প্রস্তাব ক্যাবিনেট ডিভিশনে (মন্ত্রিপরিষদ বিভাগ) গেছে। তবে এখন কি অবস্থায় আছে এ মুহূর্তে বলতে পারছি না।’

নাম প্রকাশ না করার শর্তে তথ্য মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘সম্প্রচার সেক্টরটি অনেক বড়। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে এটি সম্পৃক্ত। এসব দেশেও মন্ত্রণালয়টির নাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অনেক আগেই আলোচনা হয়েছিল। এরপরই প্রস্তাব আকারে পাঠানো হয়।’

এসএইচআর/এমএআর/ওএফ