স্ত্রীর অভিযোগে পরকীয়ায় আসক্ত স্বামীকে ফেরাল পুলিশ
রাজধানীর লালবাগ এলাকায় এক স্ত্রীর অভিযোগে পরকীয়ায় আসক্ত স্বামীকে পরিবারের কাছে ফিরিয়ে আনল পুলিশ। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
সোহেল রানা বলেন, গত ৪ ফেব্রুয়ারি পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ‘বাংলাদেশ পুলিশ’ অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে লালবাগ এলাকার এক নারী মেসেজ পাঠান। তিনি পুলিশকে জানান, লালবাগ এলাকায় ভাড়া বাসায় স্বামী ও এক শিশু সন্তান নিয়ে থাকেন। তার স্বামী কয়েক দিন আগে কোনো এক কাজে বাইরে গিয়েছিলেন। কিন্তু এখনও বাসায় ফেরেনি। তার মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
পরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং তাৎক্ষণিকভাবে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আশরাফ উদ্দিনকে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়। একইসঙ্গে ওই নারীকে থানায় যেতে পরামর্শ দেয়। এ বিষয়ে একটি জিডি রেকর্ড করে উপ-পরিদর্শক শেখ শাহ আলমকে দায়িত্ব দেওয়া হয়।
ওই নারীর দেওয়া সম্ভাব্য সকল তথ্য বিশ্লেষণ করে ও তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার একাধিক স্থানে তার স্বামীর অবস্থান নির্ণয় করা হয়। তিনি বারবার অবস্থান পাল্টাচ্ছিলেন।
বিজ্ঞাপন
এআইজি সোহেল রানা আরও বলেন, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের মধ্যস্থতায় ও সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে এসআই শেখ শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালায়। সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ওই নারীর স্বামীকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ওই নারীর স্বামী জানান যে তিনি এক মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। তাই, নতুন প্রেমিকার টানে তার স্ত্রী ও শিশু সন্তানকে ফেলে চলে যান।
অবশেষে ওই নারী ও তার স্বামীর সহযোগিতায় এবং লালবাগ থানা পুলিশের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা হয়েছে। ওই নারী তার স্বামী-সন্তানকে নিয়ে এখন একসঙ্গে আছেন।
এমএসি/ওএফ