উচ্চশব্দে হর্ন বাজানোর দায়ে সচিবালয় এলাকায় এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িকে জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ আগস্ট) রেল ভবনের সামনে অভিযান চলাকালে এ জরিমানা করা হয়।

সোমবার বেলা পৌনে ১১টায় শুরু হয় পরিবেশ অধিদপ্তরের অভিযান। এতে পরিদর্শক হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রিয়াজুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক। দুপুর ১২টা পর্যন্ত চলে এ অভিযান।

অভিযান চলাকালে দুপুর পৌনে ১২টার দিকে সচিবালয় এলাকা দিয়ে হর্ন বাজিয়ে যাচ্ছিল এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি। এসময় দায়িত্বরত পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা গাড়িটি থামায়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ ২২-১৯৩৯। তবে গাড়িতে থাকা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয় জানা যায়নি।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি চেক করে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা দেখেন, হর্ন ১১৫ ডেসিমেলের। এজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়িটির চালককে ২০০ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ৩ দালালের জেল-জরিমানা

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঢাকা শহরে ৬৫ থেকে ৭০ ডেসিমেল এবং সর্বোচ্চ ৮০ ডেসিমেল সাউন্ড (হর্ন) বাজানো যায়। তবে সচিবালয় ও আগারগাঁও নীরব এলাকা ঘোষিত। এসব এলাকায় হর্ন বাজানো নিষেধ।

অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক বলেন, নীরব এলাকায় হর্ন বাজানো নিষেধ। কিন্তু অনেকেই সেটা মানতে চায় না। সে কারণে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি।

পরিদর্শক রিয়াজুল ইসলাম জানান, হাইড্রালিক হর্ন বাজানোর দায়ে ১৬টি গাড়িকে ৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে দুটি সিএনজি, চারটি প্রাইভেট কার এবং বাকিগুলো বাইক।

অভিযানে অনেক গাড়িতে শব্দ দূষণ প্রতিরোধে সচেতনামূলক স্টিকার লাগানো হয়।

এএজে/এসএসএইচ