চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর সংসারে জন্ম নেওয়া চার শাবক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত ৩০ জুলাই চিড়িয়াখানায় সাদা রঙের চারটি বাঘের জন্ম দেয় বাঘিনী পরী।

জন্মের এক মাস পর সোমবার (২৯ আগস্ট) নামকরণ শেষে তাদেরকে সবার সামনে নিয়ে আসেন চট্টগ্রাম চিড়িয়াখানার নির্বাহী কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এ দিন প্রথমবারের মতো ই-টিকিটিং চালু করা হয়। ফলে ঘরে বসেই দর্শনার্থীরা চিড়িয়াখানার টিকিট কাটতে পারবেন।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবারের মতো ই-টিকিটিং চালু হলো। ঘরে বসেই টিকিট প্রত্যাশীরা (www.chittagongzoo.gov.bd) তাদের টিকিট কাটতে পারবেন। ফলে চিড়িয়াখানায় গিয়ে আর লাইন ধরে টিকিট কাটতে হবে না।

এছাড়া প্রতিষ্ঠার দীর্ঘ ৩৩ বছর পর চিড়িয়াখানার কর্মকর্তা কর্মচারীদের জন্য চালু হয়েছে প্রভিডেন্ট ফান্ড। আর চিড়িয়াখানার প্রাণী ও খাদ্য পরিবহনসহ বিবিধ কাজের জন্য একটি পিকআপ কেনা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে আসছে বিভিন্ন প্রজাতির আকর্ষণীয় প্রাণী আসবে চট্টগ্রাম চিড়িয়াখানায়। 

কেএম/ওএফ