রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় দরজা ভেঙে চুরি করার সময় চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে যাত্রাবাড়ী থানার আল-ফালাহ মসজিদের সামনে জাহাঙ্গীর আলমের বাসায় চুরির এ ঘটনা ঘটে।

চুরিতে জড়িত শিবুকে (৩০) আহত অবস্থায় বিকেল ৪টায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পুলিশ।

যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দুপুরে যাত্রাবাড়ী থানার আল-ফালাহ মসজিদের সামনে জাহাঙ্গীর আলমের বাসার পঞ্চম তলায় চুরি করতে যায় শিবু নামে এক চোর। বিষয়টি সিসি ক্যামেরায় দেখেন বাসার কেয়ারটেকার। পরে তিনি পাঁচ তলায় গেলে চোর তাকে মারতে চাইলে আশপাশের লোক এসে তাকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি।

এসএএ/এমএ