আরএডিপিতে অতিরিক্ত ১৬৮ কোটি টাকা চায় ইসি
নির্বাচন কমিশন
সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অতিরিক্ত ১৬৮ কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি (২০২০-২১) অর্থবছরে সাংবিধানিক প্রতিষ্ঠানটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৬২১ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ পায়। কিন্তু সংশোধিত এডিপিতে মোট ৭৯০ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে ইসি।
গত ২৫ ফেব্রুয়ারি শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের বর্ধিত কমিটির সভায় আরএডিপির খসড়া চূড়ান্ত করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আগামী ২ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভায় আরএডিপি চূড়ান্ত করা হবে।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, অর্থবছরের মাঝপথে এসে এডিপির বাজেটের থেকে খরচ বেড়েছে। যার ফলে সংশোধিত এডিপিতে অর্থ বেশি চাওয়া হয়েছে। চলতি বছরে দেশের পৌর নির্বাচনসহ আরও বিভিন্ন সময়ে স্থগিত থাকা উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। খরচ বেড়ে যাওয়ায় চাহিদা মতো আরএডিপিতে অর্থ চাওয়া হয়েছে।
উল্লেখ্য, সংশোধিত এডিপিতে চলতি অর্থবছরের জন্য এক লাখ ৯৭ হাজার ৬৪৩ কোটি টাকার খসড়া চূড়ান্ত করেছে। চলতি অর্থবছরে দুই লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা এডিপি বাস্তবায়ন করার লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। এর মধ্যে সরকারি তহবিলের এক লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা বা ৬২ দশমিক ৭৪ শতাংশ ও বৈদেশিক সহায়তা ৭০ হাজার ৫০২ কোটি টাকা বা ৩২ দশমিক ৮৫ শতাংশ।
বিজ্ঞাপন
আরএডিপিতে বৈদেশিক অংশে বরাদ্দ কমছে সাড়ে সাত হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের বৈদেশিক অংশে বরাদ্দ ছিল ৭০ হাজার ৫০২ কোটি টাকা। এখন সংশোধিত এডিপির জন্য এই বরাদ্দ কমিয়ে ৬৩ হাজার কোটি টাকা ধরা হয়েছে। ব্যয় করতে না পারায় এই অর্থ ফেরত দিয়েছে মন্ত্রণালয় ও বিভাগগুলো।
এসআর/ওএফ