রাজধানীর মিরপুর মডেল থানার শেওড়াপাড়া এলাকার নির্মাণাধীন ভবনের চারতলার ছাদ থেকে পড়ে বাবুল হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় মারা যান তিনি।

নিহতের শ্যালক পারভেজ ঢাকা পোস্টকে বলেন, আমার দুলাভাই শেওড়াপাড়ার স্টার পার্ক হোল্ডিং লিমিটেডের নির্মাণাধীন ভবনের দেখাশোনার কাজ করতেন। সকালে ওই ভবনের চারতলার ছাদে কাজ করার সময় অসাবধানবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় ১০৩ নম্বর ওয়ার্ডে সকাল সাড়ে ১০টায় মারা যায় দুলাভাই।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, সকালে মিরপুর থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মিরপুরে নির্মাণাধীন ভবনের দেখাশোনার কাজ করতেন।

এসএএ/জেডএস