সাভার থেকে চুরি যাওয়া চার দিনের নবজাতককে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব। নবজাতক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার(৭ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম জানান, গত ২ সেপ্টেম্বর সাভারে শ্রমজীবী শামসুন্নাহার (৩৫) ও মোহাম্মদ বাদল (৪০) দম্পতির ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়। মা ও শিশু সুস্থ থাকায় ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তারা তাদের সাভারের রাজ ফুলবাড়িয়া রাজারহাট এলাকার ভাড়া বাসায় চলে যান। গত ৫ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে ওই দম্পতির পূর্ব পরিচিত মোসা. শাহিদা বেগম ও সোহেল রানা দম্পতি তাদের বাসায় নবজাতকটিকে দেখতে আসেন। শামসুন্নাহার শিশুটিকে মোসা. শাহিদা বেগম দম্পতির কোলে দিয়ে অতিথি আপ্যায়নের জন্য রান্নাঘরে যান। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী মোছা. শাহিদা বেগম ও সোহেল রানা দম্পতি চার দিনের নবজাতককে চুরি করে দ্রুত পালিয়ে যায়।

শিশুর মা রান্নাঘর থেকে এসে তাদের দেখতে না পেয়ে দিশেহারা হয়ে তার স্বামীকে খবর দেন। এরপর বিভিন্ন জায়গায় ভিকটিম শিশুটিকে উদ্ধারে খোঁজ করেন তারা। এক পর্যায়ে আসামি সোহেল রানা ভিকটিম নবজাতকের  মা শামসুন্নাহারকে জানায়, শিশুটি তার স্ত্রী শাহিদার হেফাজতে সিরাজগঞ্জে আছে এবং শিশুটিকে ফেরত পেতে হলে তাদের নগদ ৮০ হাজার টাকা মুক্তিপণ হিসেবে দিতে হবে। শামসুন্নাহার ও বাদল দম্পতি দিনমজুর হওয়ায় তাদের পক্ষে এত নগদ অর্থ দেওয়া সম্ভব না হওয়ায় শিশুটিকেও ফেরত দেয়নি। অবশেষে দম্পতি র‌্যাব-৪ বরাবর শিশুটিকে উদ্ধারে অভিযোগ দাখিল করেন।

এএসপি মাজহারুল বলেন, র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল শিশুকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে গোয়েন্দা তৎপরতায় নিশ্চিত হওয়া যায় যে অপহরণকারীরা ভিকটিম শিশুটিকে নিয়ে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ এলাকায় অবস্থান করছে।

ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ ও র‍্যাব-১২ এর যৌথ অভিযানে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৪ দিনের নবজাতককে উদ্ধার ও অভিযুক্ত অপহরণকারী মোছা. শাহিদা বেগমকে (২৬) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/এসকেডি