কর্মসূচি থেকে গ্রেপ্তারের প্রতিবাদে অবস্থান ইসলামী সমাজের
গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচিতে পুলিশি বাধা ও সংগঠনের আমির সৈয়দ হুমায়ুন কবিরসহ ১১ জনকে গ্রেপ্তারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী সমাজ নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।
বিজ্ঞাপন
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী দায়িত্বশীল আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, ১ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ইসলামী সমাজ ঘোষিত ৩ দফা কর্মসূচি গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা চলাকালে বায়তুল মোকাররমের উত্তর গেটে পুলিশ লাঠিচার্জ করে আমাদের কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ আমাদের আমির সৈয়দ হুমায়ুন কবিরসহ ১১ জনকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে আমরা সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা এই হামলা ও গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন, ইসলামী ব্যবস্থায় গণতন্ত্র ও সকল তন্ত্র-মন্ত্র শিরক ও কুফরি মতবাদ। আমরা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই। যেখানে সকল মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন- ইউসুফ আলি, সুলাইমান কবীর, নুর উদ্দিন, সেলিম মোল্লা, সোহেল মিয়া, ওসমান গনি, আসাদুজ্জামান, আজমুল হক, হাফিজুর রহমান ও সাইফুল।
আইবি/ওএফ