চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের সরকারি খাস জমিতে ২৪ হাজার অসহায় পরিবারকে উচ্ছেদ করে নাইট সাফারি পার্ক নির্মাণের চেষ্টা ও ছিন্নমূল বসতিতে পুলিশের গুলির প্রতিবাদ জানিয়েছেন ছিন্নমূল ভূমিহীনরা।

রোববার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জঙ্গল সলিমপুর ছিন্নমূল ভূমিহীন কল্যাণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে তারা প্রতিবাদ জানান। 

ভুক্তভোগীরা জানান, সংবাদ সম্মেলনে আসার পথে ৬০-৭০ জনকে সীতাকুণ্ড থানায় আটকে রেখেছে পুলিশ। তাদেরকে এখনো ছাড়েনি।

সংগঠনের প্রতিনিধি শহীদুল ইসলাম সালাম বলেন, ২৪ হাজার সহায়হীন মানুষকে উচ্ছেদ করে সেখানে স্বার্থান্বেষী মহল সাফারি পার্ক বানাতে চায়। ২৪ হাজার পরিবার সহায়হীন মানুষের চেয়ে সাফারি পার্ক গুরুত্বপূর্ণ নয়। মানুষকে পথে বসিয়ে কোনো উন্নয়ন কর্মসূচি দেশের কল্যাণ বয়ে আনবে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন, জঙ্গল সলিমপুরের ২৪ হাজার পরিবারের প্রতি সদয় হয়ে হাইকোর্টের নির্দেশের আলোকে আমাদের বসতস্থানের জমিগুলো স্থায়ীভাবে বরাদ্দ দিয়ে ভূমিহীনদের আশ্রয়ের ব্যবস্থা করুন।

তিনি বলেন, চট্টগ্রামসহ সারাদেশের ভূমিহীন, নদী সিকস্তি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, প্রতিবন্ধী মানুষদের ছিন্নমূল সমিতির মাধ্যমে জঙ্গল সলিমপুরের সরকারি খাস জমিতে ২৪ হাজার অসহায় পরিবারকে ১৯৮৬ সালে পুনর্বাসন করে। ২৪ হাজার ভূমিহীন মানুষের জন্য উক্ত জমিগুলো বরাদ্দের আবেদন করে। জেলা প্রশাসক ভূমিহীনদের আবেদন আমলে না নিয়ে উল্টো উচ্ছেদের নোটিশ দেয়। এরপর ভূমিহীন সমিতি হাইকোর্টে মামলা করলে হাইকোর্ট ভূমিহীনদের উচ্ছেদ না করে পুনর্বাসনের জন্য আদেশ দেন। 

তিনি আরও বলেন, গত কয়েক সপ্তাহ ধরে হাইকোর্টের আদেশ অমান্য করে চট্টগ্রাম জেলা প্রশাসক কোনো রকম নোটিশ না দিয়ে জোরপূর্বক পুলিশ দিয়ে উচ্ছেদের জন্য নানা তৎপরতা শুরু করেন। গত ৮ তারিখে ছিন্নমূলে ঢুকে বেপরোয়া গুলি করতে থাকে, এতে হাজার হাজার নারী-পুরুষ গুলিবিদ্ধ হয়।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল বলেন, বর্তমানে দেশে কোনো মানুষের বসবাসের স্থান থাকবে না কেন? তাহলে কেন আমরা জীবন দিয়ে যুদ্ধ করেছি। বঙ্গবন্ধু তো ভূমিহীনদের ভূমি দেওয়ার কথা বলেছেন। পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম মানবতাবাদী। মানুষ মানুষের জন্য কাজ করবে। তাহলে এই ২৪ হাজার পরিবার কি মঙ্গল গ্রহ থেকে এসেছেন? সলিমপুরের মানুষগুলো কোথায় যাবে। আমাদের ভালো বাঙালি হতে হবে ও চরিত্রের পরিবর্তন করতে হবে। এই ছিন্নমূল মানুষদের বসতির নিশ্চয়তা দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মানবিক কারণে ১০ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। মানবিক কারণে সারাদেশে হাজার হাজার আশ্রয় প্রকল্প করেছেন, সেখানে ছিন্নমূল ২৪ হাজার পরিবারের কয়েক লাখ মানুষকে আশ্রয়হীন করবেন তা আমরা বিশ্বাস করি না।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মনোরঞ্জন ঘোষাল, রফিকুল ইসলাম সম্রাট, ডা. জামাল উদ্দিন, শহীদুল ইসলাম সালামসহ প্রমুখ।

আইবি/ওএফ