গণপূর্ত অধিদপ্তরের দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীরা তাদের চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন। তারা বলেন, আশ্বাস দিয়েও আমাদের দারি পূরণ করা হচ্ছে না। আবার মামলা দিয়ে আমাদেরকে গ্রেপ্তারের পাঁয়তারা চালিয়ে আসছে গণপূর্তের একটি চক্র। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচিতে তারা এসব কথা বলেন।

দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদের পক্ষ থেকে মনির হোসেন শোভন বলেন, আমরা গণপূর্ত অধিদপ্তরাধীন দৈনিক ভাউচার বা হাজিরা ভিত্তিক কর্মচারী হিসেবে দীর্ঘ ১৫/২০ বছর বা তার অধিক সময় ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছি। কিন্তু আমাদেরকে যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। আমরা পরিবার নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছি। হাড়ভাঙ্গা পরিশ্রম করেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তুচ্ছতাচ্ছিল্য নিয়ে বেঁচে আছি। 

তিনি বলেন, দৈনিক ভাউচার ভিত্তিক মজুরিতে নিয়োগকৃতদের একজন শ্রমিকের কাজের মেয়াদ ১৩ বছর পূর্ণ হলে তাকে রাজস্ব খাতে আনয়নের নীতিমালা রয়েছে। ইতোপূর্বে হাইকোর্টের রায়ের আলোকে আমাদের এক হাজার ৫১৭ জন কর্মচারীর মধ্যে থেকে ৪২ জনকে চাকরিতে স্থায়ী করা হয়েছে। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও আমাদের গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে সেই চিঠির কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। 

এ সময় বক্তব্য রাখেন গণপূর্তের বিভিন্ন দপ্তরের দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীরা।

আইবি/ওএফ