সাড়ে ৮২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খাদ্য পরিদর্শক মো. অহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুদকের নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক তানভীর আহমদ মামলাটি দায়ের করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নওগাঁর পোরশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পরিদর্শক মো. অহিদুল ইসলাম ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর দাখিল করা সম্পদ বিবরণীতে ৩৫ লাখ ৪১ হাজার ৬১৭ টাকার তথ্য গোপন করেছেন। সম্পদের বিবরণীতে তিনি ৬২ লাখ ৬০ হাজার টাকার স্থাবর-অস্থাবর হিসাব দিয়েছেন।

তবে অনুসন্ধানে ৯৮ লাখ ১ হাজার ৬১৭ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া, জ্ঞাত আয় বহির্ভূত ৮২ লাখ ৬৮ হাজার ৫২৭ টাকার সম্পদের মালিকানা অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নওগাঁ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের প্রথম মামলা।

আরএম/এমএইচএস