ডিজিটাইলাইজেশনে ঢাকা ওয়াসার নতুন সফটওয়্যার
ঢাকা ওয়াসার সব কাজের গতিশীলতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা আনতে ডিজিটাইজেশনের অংশ হিসেবে ওয়াসার বিভিন্ন বিভাগ, জোন, পাম্পের বিদ্যুৎ বিল পরিশোধে ইউটিলিটি বিল ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রস্তুত করেছে সংস্থাটি।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, এই সফটওয়্যার ব্যবহারের সকল প্রস্তুতি তারা ইতোমধ্যে সম্পন্ন করেছে। পরিপূর্ণভাবে এই সফটওয়্যারটির ব্যবহার শীঘ্রই পরিচালিত হবে।
বিজ্ঞাপন
সফটওয়্যারটির ব্যবহার বিষয়ে ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর একটি অফিস আদেশ জারি করে এ বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন।
সেখানে সচিব বলেছেন, ঢাকা ওয়সার কাজের গতিশীলতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা আনার লক্ষ্যে সেই সঙ্গে সেবা সহজীকরণ ও ডিজিটাইজেশনের অংশ হিসেবে ঢাকা ওয়াসার বিভিন্ন বিভাগ, জোন, পাম্পের বিদ্যুৎ বিল পরিশোধের জন্য ইউটিলিটি বিল ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। সফটওয়্যারটি ব্যবহারে সংশিষ্ট সবাইকে তাদের বিদ্যুৎ বিলের সব তথ্য প্রদান করে পরিশোধের জন্য সরাসরি হিসাব বিভাগে পাঠাতে হবে।
বিজ্ঞাপন
এছাড়া এ বিষয়ে নির্দেশনাসহ ব্যবহারবিধি ঢাকা ওয়াসার সব বিভাগে ইতোমধ্যে পাঠানো হয়েছে বলেও জানান প্রকৌশলী শারমিন হক আমীর।
এএসএস/এমএ