মামার বাসায় বেড়াতে এসে স্কুলছাত্রীর আত্মহত্যা
রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় মামার বাসায় বেড়াতে এসে মায়ের সঙ্গে অভিমান করে মাহিবা (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
রোববার (১৮ সেপ্টেম্বর ) রাত ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মৃতের মামা আব্দুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমার ভাগ্নি বরিশাল থেকে আমার বাসায় কয়েকদিন আগে বেড়াতে আসে। পরে তার মায়ের সঙ্গে রাগারাগি হয়। এরই জেরে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার বাসা খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী। তার বাড়ি বরিশাল জেলার কোতোয়ালি থানার রূপতলা এলাকায়।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। মৃতের গলায় ফাঁসি দেওয়ার একটি চিহ্ন রয়েছে। বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হয়েছে।
এসএএ/এসকেডি