শিশু অপহরণ মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে শিশু অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহিদা ওরফে আনোয়ারা আক্তারকে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৯ সেপ্টেম্বর) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ জানতে পারে যে নরসিংদীর মাধবদী সদর থানা এলাকায় ঘটে যাওয়া আলোচিত শিশু অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে।
বিজ্ঞাপন
ওই তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ভোর পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে শিশু অপহরণকারী শাহিদা ওরফে আনোয়ারা আক্তারকে গ্রেপ্তার করে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানারে কাটা দীঘিরপাড়ের মৃত আব্দুল গনির মেয়ে শাহিদা।
আরও পড়ুন: ছিলেন ইয়াবার বাহক, বড় ডিলার হতে গিয়ে ধরা
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এএসপি ফারজানা বলেন, শাহিদা ২০০৮ সালে দুই বছরের শিশু রাফিকে অপহরণ করে এবং অপহরণের পর আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অপহৃত শিশুটিসহ ধরা পড়ে ও চার মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পায়।
পরে তিনি আদালতে হাজিরা না দিয়ে পলাতক থাকে। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে। গ্রেপ্তার শাহিদার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেইউ/এসএসএইচ