গত ৭ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। ওই নারীর পরিচয় শনাক্তে এবার তথ্য সহায়তা চেয়ে অনুরোধ করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানার বুদ্ধিজীবী কবরস্থান জঙ্গলের মধ্য থেকে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

ডিএমপির মোহাম্মদপুর থানায় গত ৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি হত্যা মামলা হয়েছে।

মরদেহের পরিচয় শনাক্ত করতে পারলে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নুরুল ইসলাম (০১৯২০৫৬০৫০৩), ডিউটি অফিসার (০১৩২০-০৪০৮৬৫) অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), হাজারীবাগ থানা (০১৩২০-০৪০৮৫৮) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

জেইউ/এমএইচএস