চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় এমভি টিট-৭ লাইটারেজ জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ চুরির সময় নয় জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। এদের মধ্যে জাহাজটির মাস্টার, ড্রাইভার, সুকানি ও গ্রিজারও রয়েছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নৌ-পুলিশের সদরঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মিজানুর রহমান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২৫০ কেজি আমদানি করা স্ক্র্যাপ, ওয়ার সিল কাটার যন্ত্রসহ নানা সামগ্রী জব্দ করা হয়।

মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পলাতক রয়েছেন আরো তিনজন। তাদেরও আইনের আওতায় আনা হবে।

গ্রেপ্তাররা হলেন— জাহাজের মাস্টার মো. জসিম উদ্দিন (৪০) , ড্রাইভার মো. মোক্তার হোসেন (৩৭), সুকানী মো. নাজমুল হাসান (২৪), সুকানী রাজিব খলিফা (২৫), গ্রিজার মো. করিম উদ্দিন (২২), লস্কর আব্দুর রহিম (৩০), লস্কর মো. জাহিদ (২১) মো. কালাম (৩৮) ও আব্দুল (২৪)।

কেএম/এমএইচএস