রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেপ্তার মাদক কারবারির নাম তোবারক হোসেন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম জহিরুল ইসলাম। গতকাল রাতে হাতিরঝিল থানার ওয়্যারলেস গেইট এলাকায় অভিযান চালিয়ে তোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার বলেন, খবর আসে, ওয়্যারলেস গেইট রোডের গ্রীনওয়ে ২ নম্বর গলির মুখে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তোবারক হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ হতে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, তোবারক অধিক লাভের আশায় ইয়াবা বিক্রিতে নামেন। তিনি কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় অধিক দামে বিক্রি করতেন।

হাতিরঝিল থানায় এ সংক্রান্ত একটি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

এমএসি/এমএইচএস