ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বয়স ৫৯ বছর অতিক্রম করায় ৫ পরিচ্ছন্নতাকর্মীকে কাজ থেকে অব্যাহতি দিয়েছে ডিএনসিসি।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনেরে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এই ৫ পরিচ্ছন্নতাকর্মীকে কাজ থেকে অব্যাহতি দিয়ে একটি অফিস আদেশ জারি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, কপোরেশনের ১৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিএনসিসিতে কর্মরত ৫৯ বছর বয়সের মাস্টার রোলের কর্মীদের কর্ম হতে ভূতাপেক্ষভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।

কাজ থেকে অব্যাহতি পাওয়া পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে রয়েছেন- বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অঞ্চল ৪ এর জাবেদা খাতুন, অঞ্চল ২ এর আব্দুর রশিদ হাওলাদার, ওয়ার্ড নম্বর ৮ এর রেজিয়া বেগম, ৯ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নান ও ৩৫ নম্বর ওয়ার্ডের আবদুল হালিম।

এএসএস/ওএফ