করোনাভাইরাস ইস্যুতে বিদেশি পর্যটকদের জন্য আগে দেওয়া নিষেধাজ্ঞা বাতিলের সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তবে এক্ষেত্রে পূর্ণাঙ্গ টিকা সনদ দেখানো এবং প্রচলিত স্বাস্থ্যবিধি মানার শর্ত দেওয়া হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আজ (সোমবার) ৬০তম সভা জুমের মাধ্যমে সম্পন্ন করেছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।

বিস্তারিত আলোচনা শেষে ‘বিদেশি পর্যটকদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে পূর্ণাঙ্গ টিকা সনদ প্রদর্শনপূর্বক দেশে প্রচলিত স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে ইতোপূর্বে প্রদত্ত নিষেধাজ্ঞা বাতিল করা যেতে পারে’ সুপারিশ গৃহীত হলো।  

দুই বছর আগে কোভিড মহামারি শুরুর পর বিদেশি পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় বাংলাদেশ। পরিস্থিতির উন্নতিতে অন্য শ্রেণির ভিসা দেওয়া শুরু হলেও টুরিস্ট ভিসা বন্ধই ছিল।

টিআই/আরএইচ