গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থা আরও উন্নতি হয়েছে। আগামী বৃহস্পতিবার তার তৃতীয় ড্রেসিং হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রনি ও পুলিশ কনস্টেবল জিল্লুর রহমান আগের থেকে সুস্থ আছেন। প্রতিনিয়তই চিকিৎসকরা তাদের খোঁজ রাখছেন। আগামী বৃহস্পতিবার তার তৃতীয় ড্রেসিং হবে। বর্তমানে তিনি কথা বলাসহ স্বাভাবিক খাবার খেতে পারছেন। একই সঙ্গে জিল্লুর রহমানের অবস্থাও স্বাভাবিক রয়েছে। 

কবে তারা হাসপাতাল থেকে  ছাড়পত্র পেতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে কৌতুক অভিনেতা রনি ও জিল্লুর রহমানের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠানে মঞ্চের পেছনে গ্যাসের বেলুন বিস্ফোরণে আহত হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন। এদের মধ্যে রনি ও কনস্টেবল জিল্লুরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রথমদিকে রনির অবস্থা আশঙ্কাজনক বলা হচ্ছিল। তবে এখন চিকিৎসকরা বলছেন তিনি শঙ্কামুক্ত।

বিস্ফোরণে আবু হেনা রনির ২৫ শতাংশ এবং কনস্টেবল জিল্লুর রহমানের দেহের ১৯ শতাংশ দগ্ধ হয়েছিল।

এসএএ/এমএ