ম্যাজিস্ট্রেটের অভিযানে ইটপাটকেল ছুঁড়ে ১৫ দিনের কারাদণ্ড পেল যুবক
সড়ক ও হাঁটা পথ, ফুটপাতগুলোকে লাল, হলুদ আর সবুজ শ্রেণিতে চিহ্নিত করতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলিস্তান এলাকায় ফুটপাত ও সড়কে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেন ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনাকালে এক যুবক ইটপাটকেল নিক্ষেপ করলে তাকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
মূলত সড়ক ও হাঁটা পথ, ফুটপাতগুলোকে লাল, হলুদ আর সবুজ শ্রেণিতে চিহ্নিত করে লাল চিহ্নিত শ্রেণি সড়ক ও হাঁটার পথে কখনোই হকার বসতে দেওয়া হবে না— এমন উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। পাশাপাশি হলুদ শ্রেণি চিহ্নিত সড়ক ও হাঁটা পথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত সময়ে এবং নির্দিষ্ট স্থানে হকার বসতে পারবে। এছাড়া সবুজ চিহ্নিত শ্রেণির সড়ক ও পায়ে চলার পথে পথচারী বা যান চলাচলে বিঘ্ন না ঘটিয়ে হকার বসতে পারবে। এমন উদ্যোগ নিয়ে সড়ক ও হাঁটা পথ, ফুটপাত লাল হলুদ আর সবুজ শ্রেণিতে চিহ্নিত করতে কাজ শুরু করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বিজ্ঞাপন
মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শুরু করে আহাদ পুলিশ বক্স, গুলিস্তান হল মার্কেট থেকে গোলাপ শাহ মাজার হয়ে নগর ভবন পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং ভবিষ্যতে রেড জোন এলাকায় দোকান না বসানোর জন্য মাইকিং করে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, উচ্ছেদকালে ইট-পাটকেল নিক্ষেপ করার অপরাধে মো. নাহিদ নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় এ দণ্ডাদেশ দেওয়া হয়। সড়ক, ফুটপাত, হাঁটার রাস্তায় কোনো অবৈধ দোকান বসতে না দিতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
অভিযানকালে অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এনামুল হক উপস্থিত ছিলেন।
এএসএস/এসএসএইচ