৪ অতিরিক্ত সচিবের দফতর বদল
চারজন অতিরিক্ত সচিবের দফতর বদল করেছে সরকার। সোমবার (১ মার্চ) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদারকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিনকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. খুরশিদ ইকবাল রিজভীকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এসএইচআর/এসএসএইচ
বিজ্ঞাপন