৩ দিনব্যাপী চলা দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা এশিয়ান ট্যুরিজম ফেয়ারের (এটিএফ) শেষ দিন আজ। তাই মেলা প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন ভ্রমণ প্রেমীরা। মেলায় পর্যটন প্যাকেজ বিষয়ক স্টলগুলোর মধ্যে রয়েছে ‌‘কোথায় যাবেন’ নামে একটি স্টল। তারা সিলেট ভ্রমণকে সহজ, নিরাপদ এবং আনন্দের করতে গাড়ি সার্ভিস নিয়ে কাজ করছে। 

প্রতিষ্ঠানটি সিলেটে ঘুরতে যাওয়া পর্যটক, পরিবার বা গ্রুপকে এই সেবা দিচ্ছে গাড়ি ঠিক করে দেওয়ার মাধ্যমে। গাড়ি কেন্দ্রিক সেবা দিতে তারা ৫ টি রুট নির্ধারণ করেছে। 

এগুলোর মধ্যে রুট ১ এ রয়েছে জাফলং, তামাবিল, লালখান, ডিবির হাওড়। রুট ২ এ আছে সাদাপাথার, রাতারগুল, মালহীনছড়া চা বাগান। রুট ৩ এ আছে বিছানাকান্দি, পান হুমাই, রাতারগুল, মালহীনছড়া চা বাগান। এই তিন রুটে পৃথকভাবে গাড়ি সার্ভিসের মধ্যে কারের জন্য ৪ হাজার, নোহার জন্য ৫ হাজার, হাইএস ৬ হাজার ৫০০ এবং এসি বাসের জন্য ২০ হাজার টাকা ভাড়া নির্ধারণ করেছেন তারা।

অন্যদিকে রুট ৪ এ পর্যটন স্থানগুলোর মধ্যে রয়েছে শ্রীমঙ্গল লাউয়াছড়া, মাধবপুর লেক, চিড়িয়াখানা, নীলকণ্ঠ এবং রুট ৫ এ টাংগুয়ার হাওড়া, শিমুল বাগান, নিলাদ্রী লেক, সুনামগঞ্জ।

এ দুই রুটের কার ৫ হাজার টাকা, নোহা ৬ হাজার টাকা, হাইএস ৮ হাজার টাকা এবং এসি বাস ২৫ হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে ‘কোথায় যাবেন’ প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মেহেদি হাসান জানান, আমাদের এখানে গাড়ি সার্ভিসের পাশাপাশি আরও বেশ কিছু সার্ভিস রয়েছে। এর মধ্যে হোটেল বুকিং, নৌকা ভ্রমণ, গ্রুপ ট্যুর এবং গাইড, ডোমেস্টিক ফ্লাইট টিকিটসহ আরও অনেক সেবা। মূলত সিলেট ট্যুরকে আরও সহজ, আনন্দায়ক করতে আমাদের এই প্রচেষ্টা।

৯ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারটি পর্যটন বিচিত্রার আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, এবারের ৯ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশ ছাড়াও নেপাল, থাইল্যান্ড, ভারত, ভুটান, মালয়েশিয়া, শ্রীলংকা ও লিথুনিয়ার প্রায় ১৩০টি বিভিন্ন পর্যটন সংস্থা অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৫০টির অধিক বিদেশি প্রতিষ্ঠান রয়েছে। মেলায় আছে পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড়ের ব্যবস্থা। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হোটেল, মোটেল, রিসোর্ট, ক্রুজলাইন্স, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর ও থিমপার্কসহ বিনোদনের আরও অনেক প্রতিষ্ঠান।

এছাড়া মেলায় বৈচিত্র্যময় আয়োজনে রয়েছে পর্যটন বিষয়ক সেমিনার, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজনেস টু বিজনেস মিটিং। মেলার থাকবে শ্রীলংকা ও বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মাধ্যমে পর্যটন শিল্পের একটি পূর্ণাঙ্গ চিত্র দর্শনার্থীদের মাঝে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

মেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে ৩০ টাকা এবং প্রবেশ কুপনের বিপরীতে র‍্যাফেল ড্র বিজয়ীরা পাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-টরেন্টো-ঢাকা রিটার্ন টিকিট, ঢাকা-ব্যাংক-ঢাকা রিটার্ন টিকিট ও ঢাকা-দিল্লি-ঢাকার রিটার্ন টিকিট। এছাড়া প্রতিটি টিকিটেই থাকবে মেলার এন্টারটেইনমেন্ট পার্টনার ফ্যান্টাসি কিংডমে প্রবেশে ৫০ শতাংশ মূল্যছাড়।

এএসএস/এমএ