পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর মোল্লাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. মোজাম্মেল হক ওরফে ভুলু (৪৫)। তিনি ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গা চিলাভিটার মৃত মাহবুব হোসেনের ছেলে।

সন্ধ্যায় অ্যান্টি টেররিজম ইউনিটের (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, মোজাম্মেল হক ভুলু গত ২৬ জুন ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ নেওয়ার পথে বগুড়ার শাহজাহানপুর থানাধীন রহিমাবাদ বি ব্লক এলাকায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। ওই ঘটনায় গ্রেপ্তার ভুলুর বিরুদ্ধে বগুড়া জেলার শাহজাহানপুর থানায় মামলা হয়। এছাড়াও ঠাকুরগাঁও সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি তিনি। তার বিরুদ্ধে বগুড়া শিবগঞ্জ থানা, ঠাকুরগাঁও বালিয়ডাঙ্গি থানাসহ বিভিন্ন এলাকায় ৬টি মামলা হয়েছে।

জেইউ/এসকেডি