জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মৌসুমী মাহমুদা নামে এক নারী। রোববার (২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।  

সংবাদ সম্মেলনে মৌসুমী টাঙ্গাইল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদসহ আরও কয়েকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন। 

মৌসুমী মাহমুদা সংবাদ সম্মেলনে বলেন, মোর্শেদের নামে আমি ২০২০ সালে একটি চাঁদাবাজির মামলা করি। মামলার চার্জ গঠন করার জন্য এ বছরের ২০ সেপ্টেম্বর আদালত আদেশ দেন। এ আদেশের পরপরই তিনি ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। 

তিনি বলেন, তারা আদালত থেকেই আমাদের পিছু নেয় এবং টাঙ্গাইল স্টেডিয়ামের পাশের পুকুরপাড় রোডে আমাদের রিকশা আটকান। পাঁচটি মোটরসাইকেলে ১৪-১৫ জন সদস্যের একটি সন্ত্রাসী গ্যাং ধারালো অস্ত্রসহ আমাদের ওপর হামলা চালায়। 

তিনি আরও বলেন, ২০২১ সালের ১৯ আগস্ট টাঙ্গাইলের সন্ত্রাসী-চাঁদাবাজ মোর্শেদকে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও কয়েক রাউন্ড গুলিসহ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রেপ্তার করে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে গত ১৯ আগস্ট থেকে তিনি জেলে অবস্থান করলেও পালিত গ্যাংয়ের সদস্যরা তার হুকুমে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। 

মৌসুমী প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আতিকুর রহমান মোর্শেদের ‘অত্যাচার’- এর প্রতিকার চান।

আইবি/আরএইচ