প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে বিসর্জন।

পতেঙ্গা সমুদ্র সৈকতে চট্টগ্রাম মহানগরের প্রায় দেড় শতাধিক মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে দুপুর থেকেই পূজারী ও ভক্তরা শ্রদ্ধার সঙ্গে বিসর্জন দেওয়ার জন্য গাড়িতে করে প্রতিমা নিয়ে আসেন।  

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম পাদপীঠ। এই নগরীতে জাতিগত কোনো ভেদাভেদ নেই।  

এবার দেবী দুর্গা কৈলাস থেকে সপরিবারে মর্ত্যলোকে এসেছেন গজে (হাতি) চড়ে, আর ফিরে গেছেন নৌকায়।

পতেঙ্গা সমুদ্র সৈকত ছাড়াও কর্ণফুলী নদীর কালুরঘাট, অভয়মিত্র ঘাট ও বিভিন্ন এলাকার পুকুরেও প্রতিমা  বিসর্জন দেওয়া হয়েছে।

বিসর্জন ঘিরে সৈকত এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সৈকতের মূল পয়েন্টে প্রতিমাবাহী গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হয়নি।

কেএম/আরএইচ