রাজধানীর বিভিন্ন এলাকায় বাসার গ্রিল কেটে চুরির ঘটনার সঙ্গে জড়িত আসামি মনিরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

শুক্রবার (৭ অক্টোবর) ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ. এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, তেজগাঁও, কলাবাগান ও কেরানীগঞ্জে অর্ধশতাধিক বাসায় গ্রিল কেটে চুরিতে জড়িত আসামি মনিরকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। চারদিন আগে মোহাম্মদপুর থেকে চুরি হওয়া ৭ লাখ ৮৭ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

এমএসি/জেডএস