রাজধানীর বনানীতে স্টার কাবাবের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, আমরা সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে খবর পাই যে, বনানী ১৭ নম্বর রোডে অবস্থিত স্টার কাবাবের ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৮টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি৷ এ ছাড়া হতাহতের খবরও পাওয়া যায়নি বলেও জানান তিনি। 

এমএসি/আরএইচ