চট্টগ্রামের হালদা নদীতে নেমে নিখোঁজ মুহাম্মদ আনাসের (১৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হালদা নদীর স্লুইস গেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মুহাম্মদ আনাস গড়দুয়ার এলাকার মুহাম্মদ আবু তাহেরের ছেলে। সে হাটহাজারী উপজেলা একটি মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

আরও পড়ুন : চট্টগ্রামে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেপ্তার ৩

হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার শাহাজাহান ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে হালদা নদীর পাড়ে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। হঠাৎ ফুটবলটি নদীতে পড়ে যায়। তখন তিন জন বলটি আনতে হালদা নদীতে ঝাপ দেয়। দুই জন ফিরে আসতে পারলেও আনাস নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল কর্মী হালদা নদীর ঘটনাস্থলে বৃহস্পতিবার ও শুক্রবার উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিন্তু আনাসের কোন সন্ধান পাননি তারা।

তিনি বলেন, আজ সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে আনাসের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

কেএম/এসএসএইচ