সিএমএইচে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সেনাপ্রধান ও চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল মেজর জেনারেল মো. আজিজুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ডাইরেক্টর জেনারেল অফ মেডিকেল সার্ভিসেস ও কনসালটেন্ট সার্জন জেনারেল, বাংলাদেশ আর্মড ফোর্সেস মেজর জেনারেল এ কে এম মুছা খান।
বিজ্ঞাপন
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন সিএমএইচ ঢাকার কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ।
সেমিনারের পূর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সিএমএইচ ঢাকার মনোরোগ বিদ্যা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারের বৈজ্ঞানিক সহযোগী হিসেবে ছিল জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিএমএইচ ঢাকার অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরা, সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষরা এবং বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াসের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসি/ওএফ