ডাচ ডিজাইন উইকে যাচ্ছে বাংলাদেশ
নেদারল্যান্ডসের আইন্ডহোভেনে মর্যাদাপূর্ণ ডাচ ডিজাইন উইক-২০২২-এ বাংলাদেশি নির্মাতা ও উদ্যোক্তাদের উপস্থাপন করবে দেশটির বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (১১ অক্টোবর) হেগের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
দূতাবাস বলছে, প্রতি বছর শত শত ডিজাইনার, উদ্ভাবক উত্তর ইউরোপের বৃহত্তম ডিজাইন ইভেন্টে একত্রিত হন, যেখানে উদীয়মান চিন্তাভাবনা বা ডিজাইন, উদ্ভাবন, নতুন উপকরণ, স্থায়িত্ব ধারণাগুলো ইউরোপ এবং তার বাইরের উদ্যোক্তাদের কাছে প্রদর্শিত হয়।
ইউরোপ সার্কুলার ইকোনমির দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ইইউ গ্রিন ডিল দ্বারা চালিত হওয়ায় ভোক্তারা ন্যূনতম কার্বন ফুট প্রিন্ট মার্ক সংবলিত পণ্যগুলোর প্রতি ক্রমাগত আকৃষ্ট হচ্ছে এবং নতুন ধরনের পণ্যের চাহিদা বৃদ্ধি করছে। বিশেষত, বাংলাদেশ যখন একটি মধ্যম আয়ের দেশ হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে, তখন ইউরোপের এই রূপান্তরিত বাজার বাংলাদেশি নির্মাতাদের ‘ডিজাইন মনন বা চিন্তায়’ বিনিয়োগ উৎসাহিত করার মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজারে নতুন বাংলাদেশি পণ্যের প্রবেশের সুযোগ করে দিয়েছে।
বিজ্ঞাপন
দূতাবাস আরও জানায়, নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস, ব্রেইটপোর্টের আইন্ডহোভেন ইন্টারন্যাশনাল প্রজেক্ট অফিসের (ইআইপিও) সঙ্গে অংশীদার হয়ে আগামী ২৭ অক্টোবর বাংলাদেশকে ডাচ উদ্যোক্তাদের মাঝে তুলে ধরার জন্য দিনব্যাপী একটি ইভেন্টের আয়োজন করছে।
এ ইভেন্টের উদ্দেশ্য হলো,আগ্রহী ডাচ উদ্যোক্তা এবং ডিজাইনারদের সঙ্গে কিছু নেতৃস্থানীয়, উদ্ভাবনী বাংলাদেশি নির্মাতাদের মেল-বন্ধন তৈরি করা। বাংলাদেশি অংশগ্রহণকারীরা ম্যানুফ্যাকচারিংয়ে ডিজাইনের প্রয়োজনীয়তা এবং সুযোগ বোঝার জন্য বিখ্যাত ডাচ ডিজাইন একাডেমিতেও যাবেন। এপেক্স ফুটওয়ার, এসিআই, নারিশ, মুন্নু সিরামিক, ওয়ালটনের মতো বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো এ ইভেন্টে যোগ দেবে।
এনআই/এসকেডি