গৃহকর্মী রাবেয়ার নির্যাতনকারীদের শাস্তি চায় মহিলা পরিষদ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাবেয়া
গৃহকর্মীকে পরিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখাসহ মধ্যযুগীয় কায়দায় বর্বর ও নৃশংসভাবে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
মঙ্গলবার (১১ অক্টোবর) মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
মহিলা পরিষদ বলছে, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, নারী ও কন্যার প্রতি বর্বর নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্য কর্তৃক গৃহকর্মীকে বাড়িতে আটকে রেখে নির্মম নির্যাতন ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
জেইউ/এনএফ
বিজ্ঞাপন