চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা হটপটের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। 

শুক্রবার (১৪ অক্টোবর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।  

গ্রেপ্তার দুইজন হলেন কক্সবাজার রামু থানার গোলালীজম হরিতলা এলাকার মো. কামাল উদ্দিন(৫২) ও তার স্ত্রী হামিদা বেগম (৪২)।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পূরবী পরিবহনে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মো. কামাল উদ্দিন (৫২) ও তার স্ত্রী হামিদা বেগমকে  (৪২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা হটপটের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।  

তিনি আরও বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। এ ঘটনায় চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কেএম/এমএ