নিহত কেওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক খুনের ঘটনায় গৃহকর্মী মো. জমির উদ্দীনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ (বুধবার) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন। 

এর আগে হত্যাকাণ্ডের পরই সোমবার সকালে জমিরকে আটক করেছিল পুলিশ। পরে জমির উদ্দিনের স্বীকারোক্তিতে মঙ্গলবার দিবাগত রাতে বাড়ির পেছনের পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড ও তিনটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

ওসি আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমির জানিয়েছেন, হত্যাকাণ্ডের আগে আবদুল হক গৃহকর্মী জমিরকে গালাগালি করে। এই ক্ষোভ থেকেই জমির তাকে হত্যা করেছেন।  

সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিজ বাসা থেকে আবদুল হকের লাশ উদ্ধার করে পুলিশ। তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে তখন জানিয়েছিল পুলিশ। 

কেএম/এনএফ