রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনালে একটি বাসের সংস্কার কাজ করার সময় বেপারী পরিবহনের একটি বাসের ধাক্কায় রিফাত মিয়া (২৭) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১টায় আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিফাত মিয়ার মামা মঞ্জিল ঢাকা পোস্টকে বলেন, দুপুরে সে সায়েদাবাদে সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসে কাজ করছিল। এ সময় বেপারী পরিবহনের একটি বাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নিহত রিফাত মিয়ার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

এসএএ/জেডএস