নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম মো. মাহবুব হোসেন (১৯)।  

রোববার (১৬ অক্টোবর) কুষ্টিয়াতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এটিইউয়ের একটি দল। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল, তিনটি সিমকার্ড, একটি মেমোরি কার্ড, তিনটি উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানিয়েছেন। 

মোহাম্মদ আসলাম খান বলেন, মাহবুব হোসেন এবং তার অন্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।

তিনি বলেন, তারা ফেসবুক, ম্যাসেঞ্জারসহ বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে যোগাযোগের মাধ্যমে নিজেদের মধ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিল। এ

গ্রেপ্তার মাহবুব হোসেনের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা দায়ের করা করা হয়েছে বলেও জানিয়েছেন এটিইউয়ের মুখপাত্র। 

এমএসি/এনএফ