মুন্সীগঞ্জে সংঘর্ষ চলাকালে গুলিতে বৃদ্ধ নিহত
মুন্সিগঞ্জ সদরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মনির হোসেন মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে তিনি গুলিবিদ্ধ হন।
ঘটনার পর মনির হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মনির হোসেনের জামাতা মো. আবুল বাশার ঢাকা পোস্টকে বলেন, আমার শ্বশুর আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছিলেন। এ সময় তার শরীরে গুলি লাগে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মুন্সিগঞ্জ থেকে গুলিবিদ্ধ এক বৃদ্ধকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি মুন্সিগঞ্জ সদর থানাকে জানিয়েছি।
বিজ্ঞাপন
এসএএ/আরএইচ