শনিরআখড়ায় অননুমোদিত মোবাইল-চার্জারসহ গ্রেপ্তার ৪
রাজধানীর শনিরআখড়া এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদনহীন বিপুল পরিমাণ মোবাইলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব জানান, সোমবার (১৭ অক্টোবর) রাতে র্যাব ও বিটিআরসির সমন্বয়ে একটি দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন শনিরআখড়া আয়েশা সুপার মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় বিটিআরসির লাইসেন্স ব্যতীত মোবাইল মজুদ, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও প্রদর্শন করার অপরাধে ৪ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
এ সময় তাদের নিকট হতে বিটিআরসি’র অনুমোদনহীন ৭৮টি মোবাইল সেট ও ৩৫টি মোবাইল চার্জার জব্দ করা হয়।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা মোবাইল চোরাকারবারির সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে আইন অমান্য করে অনুমোদনহীন মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক।
জেইউ/এমএ