‘সিঙ্গাপুর-মালয়েশিয়ার চেয়ে দেশের ডেঙ্গু পরিস্থিতি ভালো’
সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনসহ অনেক দেশের তুলনায় বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি ভালো আছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, সরকার ডেঙ্গু মোকাবিলার জন্য কাজ করছে। বর্তমানে ডেঙ্গুর অবস্থা বেদনাদায়ক। তারপরও সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনসহ অনেক দেশের তুলনায় এখনো অনেক ভালো আছে।
বিজ্ঞাপন
শনিবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউটে কুমিল্লা সিটি কর্পোরেশন কাউন্সিলরদের সিটি কর্পোরেশন সম্পর্কে মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন : ডেঙ্গু রোগীতে ঠাসা হাসপাতাল, মেঝেতেও চলছে চিকিৎসা
বিজ্ঞাপন
তাজুল ইসলাম বলেন, ইতিমধ্যে মেয়রদের চিরুনি অভিযানসহ নিবিড়ভাবে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছি। এ বছর অন্য সময়ের তুলনায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। মূলত আবহাওয়া পরিবর্তনের জন্যই এ সময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন ২০১১ সালে গঠিত হয়েছে। সেই সময় থেকে এখন পর্যন্ত হিসাব করে দেখেছি আপনারা সরকারের ২০০ কোটি টাকাও পাননি। আমি এক সঙ্গে ১ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছি। আরেকটি ৪৯০ কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছে। এরপরে আরও ১৫০ কোটি টাকা দেওয়া হয়েছে। এই টাকা এখন আপনাদের কাজে লাগাতে হবে এবং সেটি অবশ্যই পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। জনগণ আপনাদের দায়িত্ব দিয়েছে, তাদের মালিকানার বিষয়টি আপনারা রক্ষা করবেন। সে হিসাবে আপনাকে দায়িত্ব নিতে হবে। যেনতেনভাবে কাজ করলে হবে না।
আরও পড়ুন : মশা নিধনে ক্র্যাশ অভিযান : স্থানীয়রা বলছে লোক দেখানো
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্ল্যান ছাড়া কোনো কাজ করা যাবে না। কাউন্সিলর ও মেয়রদের অনেক দায়িত্ব। আমি কাউন্সিলর আর মেয়র হয়েছি শুধু মানুষ আমাকে সালাম দেবে আর ভয় করবে এর জন্য? কেউ যদি অবৈধ কার্যকলাপ করে, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। অনেক মেয়রকে বহিষ্কার করা হয়েছে। কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কাজটা কিন্তু আমাকে অনেক দুঃখের সঙ্গে, কষ্টের সঙ্গে করতে হয়েছে। আপনারা সিটি কর্পোরেশনের বইগুলো পড়েন। যত বেশি পড়বেন তত বেশি শিখবেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।
এমএইচএন/এসকেডি