রাজধানীর হাজারীবাগ এলাকার মনেশ্বর রোডে ট্যানারির দেয়াল ভেঙে আব্দুর রউফ (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সীমা বেগম নামে এক নারী আহত হয়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে এক পথচারী রাত সাড়ে ৮টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রউফকে মৃত ঘোষণা করেন।

তাদের উদ্ধার করে নিয়ে পথচারী আকলিমা বেগম জানান, আমি ঝড়ের সময়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ টেনারি দেয়াল ভেঙে রিকশার উপরে পড়ে। এতে এক নারী ও এক পুরুষ গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রিকশাচালককে কর্তব্য তো চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত নারী ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন আছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত একজনের জরুরি বিভাগের চিকিৎসা চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এসএএ/এসকেডি