মানিকগঞ্জ জেলার সদর এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরের দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. রাশেদ (৪৫), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৮) ও তাদের আড়াই বছরের সন্তান রিফাত।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, মানিকগঞ্জ থেকে গ্যাস লাইন লিকেজে শিশুসহ দগ্ধ তিনজন আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে রাশেদের শরীরে ৮৫ শতাংশ, তার স্ত্রী সোনিয়ার শরীরের ২০ শতাংশ ও শিশু রিফাতের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে। সবার অবস্থা অশঙ্কাজনক।

এসএএ/জেডএস