ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) ঢাকায় বিরতিহীন বৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় বৃষ্টি হওয়ায় হাতিরঝিলের পানি বেড়ে গেছে। যে কারণে ব্রিজের নিচ দিয়ে গুলশান অংশে চলাচল করতে পারছে না ওয়াটার ট্যাক্সি। তবে গুলশান ঘাট ছাড়া বাকি তিনটি ঘাটের মধ্যে ওয়াটার ট্যাক্সিগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে ওয়াটার ট্যাক্সির গুলশান ঘাটে গিয়ে দেখা গেছে, সেখানে কোনো ট্যাক্সি নেই। কাউন্টার বন্ধ রয়েছে, ওয়াটার ট্যাক্সি চলাচল বন্ধ থাকায় যাত্রীরা এসে ফিরে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওয়াটার ট্যাক্সি চলাচলের এফডিসি ঘাট, পুলিশ প্লাজা ঘাট এবং রামপুরা ঘাটের মধ্যে চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু গুলশান ঘাটে ওয়াটার ট্যাক্সিগুলো আসতে বা যেতে পারছে না। মূলত পুলিশ প্লাজা সংলগ্ন ব্রিজের উচ্চতা পানি থেকে খুব বেশি না হওয়ায় ওয়াটার ট্যাক্সি চলাচলে বিঘ্ন ঘটছে। হাতিরঝিলের পানি বেড়ে যাওয়ার কারণেই মূলত এই সমস্যায় গুলশানের দিকে ওয়াটার ট্যাক্সিগুলো চলাচল করতে পারছে না। 

গুলশান ওয়াটার ট্যাক্সি ঘাটের দায়িত্বে থাকা টিকিট কাউন্টার ম্যানেজার রেজাউল করিম জানান, পানি বৃদ্ধির কারণে ব্রিজের নিচ দিয়ে ওয়াটার ট্যাক্সিগুলো শুধুমাত্র গুলশান ঘাটে আসা-যাওয়া করতে পারছে না। অন্যগুলোতে চলাচল স্বাভাবিক রয়েছে। পানি কমলে গুলশান ঘাটের সঙ্গেও ওয়াটার ট্যাক্সি চলাচল শুরু হবে।

রাজধানীর হাতিরঝিলে সর্বমোট ৪ ঘাটের মধ্যে ওয়াটার ট্যাক্সিগুলো চলাচল করে। গুলশান, পুলিশ প্লাজা, রামপুরা এবং এফডিসি ঘাটের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত এসব ওয়াটার ট্যাক্সি চলাচল করছে। সর্বনিম্ন ২৫ টাকা ভাড়ার নির্ধারণ করে এফডিসি থেকে গুলশানের ভাড়া ৪০ টাকা, গুলশান থেকে রামপুরা ভাড়া ২৫ টাকা এবং গুলশান থেকে পুলিশ প্লাজার ভাড়া ২৫ টাকা নির্ধারিত রয়েছে।

এএসএস/জেডএস