রাঙ্গার বক্তব্যের প্রতিবাদ জিএম কাদেরপন্থিদের, কুশপুতুল দাহ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরকে উদ্দেশ করে মসিউর রহমান রাঙ্গার দেওয়া বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন জাতীয় পার্টির (কাদেরপন্থি) নেতারা। এসময় তারা রাঙ্গার কুশপুতুল দাহ করেন।
বুধবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞাপন
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু বলেন, ‘আমাদের নেতা জিএম কাদেরকে উদ্দেশ করে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গা যে বক্তব্য দিয়েছেন তা আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ। অবিলম্বে রাঙ্গাকে তার বক্তব্য প্রত্যাহার করাসহ জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমরা জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিতে আছি এবং তার নেতৃত্বেই জাতীয় পার্টিতে রাজনীতি করে যেতে চাই।’
তিনি আরও বলেন, ‘রাঙ্গাকে আমাদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বানিয়েছেন। এজন্যই তার কথাবার্তায় লাগাম নেই। তাই যেখানে রাঙ্গা সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার রাজনীতি শেষ করে দিতে হবে। জাতীয় পার্টি শক্তিশালী অবস্থানে আছে বলেই রাঙ্গার নেতৃত্বে জিএম কাদেরের জাতীয় পার্টিকে অপবাদ দেওয়া হচ্ছে। জাতীয় পার্টি আছে এবং থাকবে, আপনারা বিলীন হয়ে যাবেন।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, যে গত ২৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি (রওশনপন্থি) আয়োজিত উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় মসিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রসঙ্গে বলেছিলেন, আসন্ন অধিবেশনে সংসদে জিএম কাদেরের উপনেতার আসনটি সরে যাবে। তার চেয়ার কেউ রক্ষা করতে পারবে না। একইসঙ্গে আগামী ২৬ নভেম্বর জাতীয় কাউন্সিলের মাধ্যমে জিএম কাদেরকে দল থেকে বিদায় দেওয়া হবে এবং জাতীয় পার্টির বনানী ও কাকরাইল অফিস থেকে তাকে জুতাপেটা করে তাড়িয়ে দেওয়া হবে।
বিক্ষোভ সমাবেশে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যান ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আইবি/জেডএস