রাজধানীতে লরির ধাক্কায় টোল আদায়কারী নিহত
রাজধানীর পোস্তগোলা ব্রিজে লরির ধাক্কায় প্রসেনজিৎ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই ব্রিজের টোল আদায়ের কাজ করতেন। বুধবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
জানা যায়, বুধবার দিবাগত রাতে টোল আদায়কারী প্রসেনজিতের সঙ্গে পোস্তগোলা ব্রিজে টোল আদায় নিয়ে মাওয়া থেকে ঢাকাগামী একটি লরির চালকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চালক লরিটি চালাতে শুরু করে। তখনও লরিতে ঝুলে ছিলেন প্রসেনজিৎ। পরে লরিটি যাত্রাবাড়ী মাছ বাজার এলাকায় গেলে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে চলন্ত গাড়ি থেকে প্রসেনজিৎ রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রসেনজিতের সহকর্মী আরমান উল্লাহ জানান, প্রসেনজিৎ কেরানীগঞ্জ পশ্চিম বড় পাড়া এলাকায় থাকতেন। বছরখানেক ধরে তিনি টোল আদায়ের কাজ করছিলেন।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পোস্তগোলা ব্রিজ শ্যামপুর থানা এলাকায় পড়লেও আহত অবস্থায় প্রসেনজিতকে যাত্রাবাড়ী থানা এলাকায় পাওয়া গেছে। তাই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ঢামেক/এসএসএইচ