বিডার অনলাইনে যুক্ত হলো নতুন আরও পাঁচ সেবা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে নতুনভাবে যুক্ত হলো আরও পাঁচটি সেবা।
সোমবার (৩১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনে পাঁচটি সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি মন্ত্রলাণয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়াম্যান লোকমান হোসেন মিয়া সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ওয়ান স্টপ সার্ভিসের কল্যাণে শিল্প স্থাপনে বিভিন্ন বাধা বিশেষত ভূমি ব্যবস্থাপনার জটিলতা দূর হবে এবং মৌলিক শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ সহজ হবে। ওয়ান স্টপ সার্ভিস সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে শিল্পোন্নয়ন সম্পর্কিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গতিশীলতা অর্জন করেছে। আমরা এরই মধ্যে চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাভুক্ত বিদ্যমান সব গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, রপ্তানিমুখী শিল্প-প্রতিষ্ঠান এবং কোম্পানি থেকে কোম্পানির নামে নামজারি ৭ দিনে সম্পন্ন করার ব্যবস্থা করেছি। এই ব্যবস্থা প্রয়োজনে আরও সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়াম্যান লোকমান হোসেন মিয়া বলেন, আজ বিডা ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সেবা দেওয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের ১টি, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ২টি, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের ১টি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ১টি সেবাসহ মোট ৫টি সেবার ইন্টিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হলো। আজকের সেবাগুলো আনুষ্ঠানিকভাবে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে সংযুক্ত হওয়ার ফলে বিনিয়োগকারীরা এখন থেকে বিডার ১৮টি সেবা এবং অন্যান্য ২২টি প্রতিষ্ঠানের ৪৫টি সেবাসহ মোট ৬৩টি সেবা অনলাইন ওএসএস সিস্টেমের মাধ্যমে পাবেন। যার ফলে বিনিয়োগকারীরা এখন ঘরে বসেই অতি দ্রুত ও স্বল্প ব্যয়ে অনেক বেশি বিনিয়োগ সেবা পাবেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, গত এক যুগে আমাদের মাথাপিছু আয় ৭৫০ ডলার থেকে আজ ২৮০০-এ পৌঁছেছে এবং আমাদের রয়েছে বিশাল ডোমেস্টিক মার্কেট। যার ফলে বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের এক অমিত সম্ভাবনার গন্তব্যে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি আজ ভিয়েতনামে যে পরিমাণ বিনিয়োগ আসছে, আমরা যদি সম্মিলিতভাবে বিনিয়োগ দিতে পারি আমাদের তার চেয়ে বেশি দেশি বিদেশি বিনিয়োগ আসা সম্ভব।
এসআর/জেডএস
বিজ্ঞাপন