বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে ফেরাতে আরও দুটি ফ্লাইটের অনুমোদন
বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে ফেরাতে আরও দুটি চার্টার্ড ফ্লাইটের অনুমোদন দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ফ্লাইট দুটি আগামী ৯ ও ২৩ নভেম্বর বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে চীন যাবে।
মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকায় চীনের মিশন উপ-প্রধান হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
উপ-প্রধান লিখেছেন, ঘোষণা করতে পেরে ভালো লাগছে যে, চাইনিজ কর্তৃপক্ষ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৯ ও ২৩ নভেম্বর অতিরিক্ত দুটি চার্টার্ড ফ্লাইটের অনুমোদন দিয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে গত ২৬ সেপ্টেম্বর প্রথম চার্টার্ড ফ্লাইট ঢাকা থেকে চীনের কুমিংয়ে যায়।
বিজ্ঞাপন
প্রায় দেড় হাজার শিক্ষার্থী চার্টার্ড ফ্লাইটে চীনে ফিরে যাবে বলে আশা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সেজন্য আরও চার্টার্ড ফ্লাইট লাগলে ব্যবস্থা করবে মন্ত্রণালয়।
এনআই/জেডএস